সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নড়াইলে বীজ ও সার বিতরণ 

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে বীজ ও সার বিতরণ 

২০২৩-২৪ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২০ অক্টোবর) উপজেলা পরিষদের মাঠ চত্বরে প্রধান অতিথি কৃষিবিদ দীপক কুমার রায়ের উপস্থিতিতে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ২০ কেজি গম ২ কেজি ভুট্টা, ১ কেজি সরিষা ১ কেজি, সূর্যমুখী, ১০ কেজি  চিনাবাদাম, ৫ কেজি  মসূর, ৮কেজি  খেসারী ও ২ কেজি সার যে সকল কৃষকদের ওই বীজ বপনের উপযুক্ত জমি আছে তাদের মধ্যে বিতরণ করেন। 

নড়াইল সদরে ৬ হাজার ২৮০ কৃষককে এ বীজ দেয়া হবে কৃষিবিদ রোকনুজ্জামান তার স্বাগত বক্তব্যে জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌরভ দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন গোলাম মোর্তজা স্বপন।

টিএইচ